নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) গত পাঁচ বছরে এক হাজার ৬২৬টি অডিট আপত্তি জমা পড়েছে। যার সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ৮ হাজার ৫২৫ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এবং বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘রাজউকের অডিট আপত্তি বেড়েই চলছে। কিন্তু নিষ্পত্তি নেই। কমিটি দ্রুত এসব আপত্তি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছে।’
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে অডিট আপত্তি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হওয়া এবং মন্ত্রণালয়ের আপত্তিগুলো আর্থিক ক্ষমতা অনুযায়ী অবলোপন করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিট আপত্তিসমূহ দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, হাবিবর রহমান, আবদুর রউফ ও নাভানা আক্তার অংশ নেন।