নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ইসমাঈল হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান। তিনি জানান, দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ ভোরে তিনি মারা যান।
তার নামাজে জানাজা বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনের শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।