স্পোর্টস ডেস্ক : ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলো গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে হুয়ান মাতার একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে হোসে মরিনহোর দল।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ম্যান সিটি। তবে একাদশ মিনিটে মাইকেল ক্যারিক অ্যালেক্স গার্সিকে বক্সের মধ্যে ফাউল করলেও সিটির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। প্রথমার্ধের শেষ দিকে জ্লাতান ইব্রাহিমোভিচের বাড়ানো বলে র্যাফশফোর্ড গোল করতে ব্যর্থ হলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা ইব্রাহিমোভিচের পাসে জোরালো শটে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান হুয়ান মাতা। সমতায় ফেরার আশায় ম্যাচের ৭১ মিনিটে আগুয়েরোকে মাঠে নামালেও আর গোলের দেখা পায়নি সিটি। ফলে হার দিয়েই লিগ কাপ থেকে বিদায় নিতে হয় গার্দিওলার শিষ্যদের।
গত সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগ ম্যাচে ইউনাইটেডকে হারিয়েছিল সিটি। লিগ কাপের এ জয়ে সে হারের প্রতিশোধ কিছুটা হলেও নিল মরিনহোর শিষ্যরা। এই হারের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ জয়হীন রইলো ম্যানচেস্টার সিটি।
এদিকে দিনের অপর ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।