নিজস্ব প্রতিবেদক : অর্থলগ্নি সংস্থা এমপিএস নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আগেই ওই সংস্থায় লগ্নিকারীদের টাকা ফেরতের জন্য প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারকে দিয়ে এক সদস্যের কমিটি গড়ে দিয়েছে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নোডাল অফিসার না-পাওয়ায় সেই কমিটি এখনও কাজ শুরু করতে পারেনি। এদিকে ওই কমিটির এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বক্তব্য ছিল সম্পত্তি বিক্রির অধিকার কমিটির নেই। সেই অধিকার রয়েছে শুধুমাত্র ইডির। শুক্রবার ইডির সেই আবেদন গ্রহণই করল না সর্বোচ্চ আদালত। ফলে কলকাতা হাইকোর্ট গড়ে দেওয়া কমিটিই এখন সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরৎ দিতে পারবে।
হাইকোর্টের ওই মামলাটি মূলত এমপিএস-এর আমানতকারীদের পক্ষে করা হলেও তার সুবিধা পাবে রাজ্যে বন্ধ হয়ে যাওয়া সব চিটফান্ড কোম্পানির আমানতকারীরা। আর সুপ্রিম কোর্ট ইডির আবেদন গ্রহণ না করায় হাইকোর্টের গড়া কমিটির সম্পত্তি বিক্রি করে টাকা ফেরৎ দেওয়ার কোনও বাধাই রইল না। ইডির মূল দাবিই ছিল, সম্পত্তি বিক্রির যাবতীয় ক্ষমতা একমাত্র ইডিরই আছে। এ দিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্টের গড়ে দেওয়া কমিটি চিটফান্ডের সম্পত্তি বিক্রি করতে পারবে। প্রাপ্য টাকা ফেরতও দিতে পারবে আমানতকারীদের। এবার সেই কাজ শুরু করতে পারবে হাইকোর্টের গড়ে দেওয়া কমিটি।