স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেও বিবেচনা করা হয় এই দুই তারকাকে। তাদের সম্পর্ক নিয়ে অনেকেই অনেক ধরণের মন্তব্য করেন। এবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। জানালেন, চিরপ্রতিদ্বন্দ্বিন্দ্বী লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন রিয়াল তারকা। রোনালদো বলেন, ‘আমরা বন্ধু নই, তবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল।’
গত এক দশকেরও বেশি সময় ধরে সফলভাবে বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি। আর রোনালদো রিয়াল মাদ্রিদের। গত আট বছর ধরে মেসি-রোনালদো ব্যালন ডি’অর প্রতিযোগীতায় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুটবলে এখনও তারাই একচেটিয়া রাজত্ব করছেন। এবারের লড়াইয়েও ব্যতিক্রম নয়। এখন পর্যন্ত আলোচনার শীর্ষে এই দুই ফুটবল তারকা।
তবে রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, এ নিয়ে তাদের মধ্যে কোন রকমের হানাহানি নেই। এ প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই পুর্তগিজ সুপারস্টার কোচ ম্যাগাজিনকে বলেন, ‘আমার নিজের এবং মেসির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। মিডিয়া যদিও আমাদের দুই জনের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃষ্টি করতে পছন্দ করে, কিন্তু আমরা এর ধারে কাছেও নেই। বিষয়টি এমন নয় যে আমরা দু’জন ভাল বন্ধু। তবে দু’জনই দু’জনকে সম্মান করি।’