স্পোর্টস ডেস্ক : অভিষেকের কীর্তিতে তার ভাগিদার ছিল। কিন্তু ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বল হাতে যে কীর্তি গড়লেন মেহেদী হাসান মিরাজ তাতে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসের সব বোলারকে। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি মেহেদী ছাড়া নেই আর কোনো বোলারের।
ইংল্যান্ড দ্বিতীয় দিনের লাঞ্চে গেছে ৮ উইকেটে ১৬৩ রানে। প্রথম ইনিংসে ২২০ রান করা বাংলাদেশের চেয়ে ৫৭ রানে পিছিয়ে। প্রথম দিনের শেষ বিকেলে ২ উইকেট নিয়ে ইংলিশদের চাপে ফেলেছিলেন ১৮ বছরের অফ স্পিনার মেহেদী। দ্বিতীয় দিনের সকালে প্রথম উইকেট তার। জুটি ভাঙার কীর্তি তার। আর সব মিলিয়ে হয়ে যায় ৬ উইকেটও। আরো কিছু অর্জনের হাতছানি এখনো আছে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নিয়েছিলেন মেহেদী। অভিষেকে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি। অভিষেকে মেহেদীর আগে ৬ উইকেট নিয়েছেন নাঈমুর রহমান, মঞ্জুরুল ইসলাম, ইলিয়াস সানি ও সোহাগ গাজী। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এই চারের কারোরই ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই। অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন মাহমুদ উল্লাহ ও তাইজুল ইসলামও। কিন্তু তারাও পরের টেস্টে ৫ উইকেট পাননি ইনিংসে। কীর্তিটা তাই শুধু মেহেদীর একার।
চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট পেয়েছিলেন। এখন দুই টেস্টে তার ১২ উইকেট। ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে ১২ উইকেট নেওয়ার কীর্তি আছে মাহমুদ উল্লাহ ও সোহাগ গাজীর। আর একটি উইকেট পেলেই ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটশিকারী বোলার হয়ে যাবেন মেহেদী। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমবার খেলতে নেমে একটি রেকর্ড গড়ে আরো একটির সামনে এই বোলার।