নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর এএসপি আলেপ উদ্দিন বলেন, দেলোয়ার হোসেন দেলুকে শনিবার সন্ধ্যার পর আটক করা হয়। রাতে দেলুকে নিয়ে নগরীর পাঠানটুলী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ওৎপেতে থাকা তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে দেলুকে গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।