আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিম উপকূলে পাক সীমান্তের ওপার থেকে যে কোনো ধরনের বড় হামলার আশঙ্কায় যুদ্ধকালীন প্রস্তুতি নিয়েছে ভারতীয় নৌ-বাহিনী। পদাতিক, বিমানবাহিনীর পাশাপাশি নৌ-বাহিনীর এই প্রস্তুতি নিয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ভারতের পশ্চিম উপকূল বরাবর মোতায়েন করা হয়েছে ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। এ ছাড়া নৌবাহিনীর বেশকিছু যুদ্ধ ও নজরদারির বিমান এবং ড্রোন পাঠানো হয়েছে। এসব একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। চলছে মহড়াও।
কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন দেশের পূর্ব উপকূল থেকেও নিয়ে যাওয়া হয়েছে। সমর-সজ্জার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে কোনো প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য কিছু জরুরি অর্থনৈতিক ক্ষমতাও দেওয়া হয়েছে সেনাবাহিনীর তিন উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত, এয়ার মার্শাল বি এস ধানোয়া এবং ভাইস অ্যাডমিরাল কে বি সিংহকে।
ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারত-পাক সীমান্তে বর্ডার অ্যাকশন টিমকে (ব্যাট) দিয়ে আচমকা অভিযান চালানোর চেষ্টা করছেন পাক সেনাপ্রধান রাহিল শরিফ। যা দিয়ে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র একটা যোগ্য জবাব দেয়া যেতে পারে। আর তা করতে চান নভেম্বরেঅবসর নেয়ার আগেই।