নিজস্ব প্রতিবেদক :
রোববার সকালে ডিএমপির সদর দপ্তরে সম্মেলন কক্ষে বিপিএলের চতুর্থ আসর আয়োজন উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিদেশি খেলেয়াড়দের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী বলেন, হোটেলের যে ফ্লোরে তারা অবস্থান করবে, সেই ব্লকে অন্য কোনো গেস্ট ঢুকলে হোটেল কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানাতে হবে। হোটেলের রুমে কোনো গেস্টকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। নিরাপত্তার কারণে কোনো বিদেশি খেলোয়াড়কে একা একা কোথাও মুভ করতে দেওয়া যাবে না। পাশাপাশি বিপিএল চলাকালীন স্টেডিয়াম এলাকায় বা গেটে কোনো দল তার সর্মথকদের নিয়ে শোডাউন বা মিছিল করতে পারবে না।
তিনি বলেন, খেলা উপলক্ষে স্টেডিয়ামের প্রবেশ পথে আর্চওয়ে গেট ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে দর্শণার্থীদের চেক করে ভেতরে ঢোকানো হবে ।
সভায় বিসিবি, সাত ফ্রাঞ্জাইজি দলের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ, এসবি এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিপিএলের চতুর্থ আসর ৪ নভেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ৯ ডিসেম্বর। দুই ভেন্যুতে খেলা হবে- ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম। সাত দলে প্রায় ৭০ জন বিদেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন।