নিজস্ব প্রতিবেদক : ১৭৬৯ সালে ডেভন কাউন্টির এক্সেটার শহরে নির্মিত হোটেলটিতে শুক্রবার ভয়াবহ আগুন লাগে। এদিন স্থানীয় সময় ভোর ৫টার দিকে হোটেলের পাশের একটি গির্জায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধসে পড়তে শুরু করেছে যুক্তরাজ্যের ২৪৭ বছরের পুরনো হোটেল রয়্যাল ক্ল্যারেন্স। এটি যুক্তরাজ্যের সবচেয়ে পুরাতন হোটেল।
অগ্নিনির্বাপক বাহিনীর একজন মুখপাত্র বলেন, আগুনে গ্যালারি এবং হোটেল ধ্বংস হয়ে গেছে। চিফ ফায়ার অফিসার লি হোয়েল বলেন, ”এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে এলাকাবাসী একটি ঐতিহাসিক ভবন খুইয়েছে।”
হোটেলটির মালিক অ্যান্ড্রু ব্রাউনসোর্ড হোটেলস এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “সব জরুরী সেবা দান প্রতিষ্ঠান বিশেষ করে অগ্নি নির্বাপক বাহিনীর কাছে তাদের অসাধারণ কাজের জন্য আমরা দারুণভাবে কৃতজ্ঞ। তারা রাতভর অক্লান্ত পরিশ্রম করেছেন।”