স্পোর্টস ডেস্ক : মঈন আলীর করা দিনের চতুর্থ বলেই চার মেরে শুরু করা ইমরুল কায়েস ৭৮ রান করে আউট হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর: ৪৭ ওভার শেষে বাংলাদেশ ২০৭/৪। লিড দাঁড়িয়েছে ১৮৩ রানের।
ব্যাট করছেন সাকিব আল হাসান (১৮) ও মুশফিকুর রহিম (১)। ফিরে গেছেন ইমরুল কায়েস (৭৮)।
মিরপুরে প্রথম ইনিংসে ২৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শনিবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তোলে ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে তখন বাংলাদেশ এগিয়ে ১২৮ রানে। সেখান থেকে রোববার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।
আগের দিনের শেষ বলে অযাচিত শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। দিন শেষে ৫৯ রানে অপরাজিত থাকা ইমরুল কায়েসের সঙ্গে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান।
ইংলিশ স্পিনার মঈন আলীর করার দিনের চতুর্থ বলেই চার মেরে শুরু করেন ইমরুল। এরপর দুজন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ইনিংসের ৪৫তম ওভারে জাফর আনসারির শেষ বলে সাকিব চার মারলে দলের স্কোর ২০০ স্পর্শ করে। কিন্তু পরের ওভারে মঈনের প্রথম বলেই সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান ইমরুল (১২০ বলে ৭৮)। বাংলাদেশের লিড তখন ১৭৬।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮১.৩ ওভারে ২৪৪ (রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।