আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ভারতের অন্তত তিন সেনা নিহত হয়েছে। ভারতের সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, কাশ্মিরের মাচাল সেক্টরে পাকিস্তানি স্নাইপারদের গুলিতে ভারতের এক সেনা নিহত হয়েছে। এ সময় ভারতের সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনা ছাউনি লক্ষ্য পাল্টা হামলা চালায়।
এর আগে ভারতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নওশেরা সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের অন্তত দুই সেনা মারা গেছে।
অন্য একটি ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সোপুরা এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে দুই সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া ভারত ও পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে পাকিস্তানের পক্ষে ছয় বেসামরিক নাগরিক মারা গেছে।
গত কয়েক মাস ধরে পাকিস্তান ও ভারতের সেনারা সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে লিপ্ত হচ্ছে। দুপক্ষই এক অপরকে ২০০৩ সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে। এ নিয়ে দু দেশ বেশ কয়েকজন কূটনীতিকও বহিষ্কার করেছে।