স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বরাবরই ভয়ঙ্কর অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ যেন অন্য অস্ট্রেলিয়াকে দেখা যাচ্ছে। সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে মাত্র ৮৫ রানেই গুটিয়ে গেলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। আর ঘরের মাঠে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১০ সালে মেলবোর্নে তারা ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল ৯৮ রানে।
হোবার্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারনন ফিল্যান্ডার ও কাইল অ্যাবটের বোলিং তোপে পড়ে মাত্র ১৭ রান তুলতেই ডেভিড ওয়ার্নার (১), জো বার্নস (১), উসমান খাজা (৪), অ্যাডাম ভোজেস (০) এবং কালাম ফার্গুসন (৩) পাঁচ শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এর আগে গত বছর নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল অজিরা।
আরেকটু পর নেভিলের বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর ৩১/৬! যেটি কিনা ঘরের মাঠে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বাজে শুরু। এর আগে ১৯৭৮ সালে গ্যাবায় তারা ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট হারিয়েছিল ২৬ রানে।
সপ্তম উইকেটে জো ম্যানিকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন স্মিথ। দলীয় ৫৯ রানের মাথায় ম্যানিকে বোল্ড করে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভাঙেন ফিল্যান্ডার। ৬৬ রানের মাথায় মিচেল স্টার্ককে আউট করে দক্ষিণ আফ্রিকাকে উল্লাসে ভাসান অ্যাবট। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।
দলীয় ৭৬ রানের মাথায় জস হ্যাজেলউডকে ক্যাচ আউটের শিকার বানিয়ে অজিদের লজ্জার মুখে ঠেলে দেন অ্যাবট। কিছুক্ষণ পর দলীয় ৮৫ রানের মাথায় নাথান লায়নকে আউট করে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ফিল্যান্ডার। অপর প্রান্তে তখন নির্বিকার হয়ে দাঁড়িয়ে ছিলেন ৪৮ রান করা অধিনায়ক স্মিথ। দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার ভারনন ফিল্যান্ডার নেন ৫ উইকেট। এছাড়া কাইল অ্যাবট ৩ ও রাবাদা নেন ১ উইকেট।