নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে সোমেন হাসনাইন রব্বানি (৩৮) নামে সিআইডির এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পল্লবী সেকশন-১১, ব্লক-এ এর ৭ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রব্বানি স্ত্রী-সন্তানসহ এই বাড়িতে থাকতেন। তবে এই বাড়িতে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হবে বলে জানান ওসি।