স্পোর্টস ডেস্ক : ১৩৮ রানের লক্ষ্য। বিপিএলের এবারের উইকেটগুলো যেমন তাতে, খুব কঠিনই মনে হচ্ছিল। তবে, সামিত প্যাটেল আর সাব্বির রহমানের ব্যাটে ঠিকই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে রাজশাহী কিংস। ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৩৮ রানের চ্যালেঞ্জ ১১ বল হাতে রেখেই পার হয়ে যায় রাজশাহী। শেষ পর্যন্ত তাদের ৬ উইকেটের বড় ব্যবধানে।
আগের ম্যাচে শেষ মুহূর্তে হেরে না গেলে, টানা দুই ম্যাচে দুই জয় পেয়ে যেতো রাজশাহী। এই ম্যাচে ঢাকার করা ১৩৮ রানের জবাব দিতে নেমে শুরুতে মুমিনুল আর রনি তালুকদারের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে রাজশাহী।
৯ রান করে আউট হয়ে যান গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল। ১৪ রান করে আউট হন রনি তালুকদার। দ্রুত দুই উইকেট হারানোর পর সাব্বির রহমান আর উমর আকমল মিলে রাজশাহীর জয়ের ভিত গড়ে তোলেন।
এ দু’জন মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি। ২৭ রান করে উমর আকমল আউট হয়ে গেলে জুটি বাঁধেন সাব্বির আর সামিত প্যাটেল। তারা দু’জন গড়েন ৭৩ রানের অসাধারণ এক জুটি। এই জুটিই মূলত খেলা শেষ করে দেয়।
শেষ মূহূর্তে এসে ৩১ রান করে আউট হয়ে যান সাব্বির। ৩৯ বলে খেলা ইনিংসটি ৩টি বাউন্ডারিতে সাজানো ছিল। তিনি যখন আউট হন তখন প্রয়োজন আর ১ রান। ড্যারেন স্যামি নেমে জিতিয়ে মাঠ ছাড়েন।
সামিত প্যাটেল অপরাজিত ছিলেন ৪৪ রানে। ২৫ বলে খেলা এই ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি আর ১টি ছক্কায়। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহীর কিংসরা।