ব্যাটিংয়ে রংপুর রাইডার্স
তারকাবহুল দল নিয়েও সুবিধা করতে পারছে না চলতি টুর্নামেন্টের হট ফেবারিট রংপুর রাইডার্স। ৪ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থানে আছে মাশরাফি বিন মুর্তজার দল।
ঘুরে দাঁড়ানোর মিশনে আজ সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছ রংপুর।
আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। টুর্নামেন্ট উড়ন্ত সূচনা করেও আচমকা খেই হারিয়ে ফেলেছে সিলেট। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন ৪ নম্বরে।
এর আগে দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল ঢাকা ডায়নামাইটসকে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস এই জয়ে ঢাকা নেমে গেছে ২ নম্বরে। কুমিল্লা উঠে এসেছে শীর্ষে।