আজ ১১ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন। তবে জন্মদিনকে ঘিরে তিনি কখনোই কোনো বিশেষ আয়োজন করেন না। আজকের দিনে তিনি পুরোটা সময়ই পরিবারের সঙ্গেই কাটাবেন। কনকচাঁপা বলেন, জন্মদিনে আমি নিজে কখনোই কোনো বিশেষ আয়োজন করি না। তবে মাঝে মাঝে আমার স্কুলের শিক্ষার্থীরা, ভক্তরা বিশেষ আয়োজন করেও ফেলে। তাতে অংশ নিতে হয়। কিন্তু এবার আর তেমন কিছু করাই হচ্ছে না। কিছুটা পারিবারিক ব্যস্ততা আছে। যে কারণে কোনো আয়োজনেই এবার সাড়া দিতে পারছি না। আগামী দিনগুলোতেও যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এই কামনা করি।
উল্লেখ্য, কনকচাঁপা বর্তমানে স্টেজ শো নিয়েও ব্যস্ত আছেন। আগামী ২৮ সেপ্টেম্বর যশোরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।