বাংলাদেশে ২০০ বাস রফতানির একটি অর্ডার পেয়েছে ভারতের হিন্দুজা গ্রুপের গাড়ি তৈরির প্রতিষ্ঠান ‘অশোক লেল্যান্ড’।
শিতাতপ নিয়ন্ত্রিত এসব বাস নগরীতে চলাচলের পাশাপাশি দূরপাল্লার জন্যও কেনা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জন্য কেনা বাস সম্পূর্ণ বিল্টআপ ইউনিট (সিবিইউ)।
অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক বিনোদ কাসাসারি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে ডাবল ডেকার বাস রফতানির পর সিঙ্গেল ডেকারের এই অর্ডারটি দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বিশ্বাসের একটি নিদর্শন।
বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি বাজারগুলোর মধ্যে অন্যতম।