দেশে ফিরছেন না সাকিব আল হাসান। এর আগে মেয়ের অসুস্থতাজনিত কারণে এশিয়া কাপ টুর্নামেন্টের মাঝপথেই তিনি দেশে ফিরছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিসিবির অত্যন্ত নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, প্রকাশিত সংবাদটি ভুয়া।
সূত্র আরো জানায়, আলায়নার অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে দেশে ফিরছেন না সাকিব। সুস্থ্য আছেন আলায়না। দলের সাথেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও।
তবে সাকিব না ফিরলেও আজ মঙ্গলবার দেশে ফিরবেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
দেশের মাটিতে এশিয়া কাপের প্রস্তুতির সময় ডান হাতের আঙুলে চোট পান তামিম। প্রথমে গুরুতর কিছু ভাবা না হলেও পরে স্ক্যান করে দেখা যায়, তার অনমিকায় চিড় ধরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলাও তার জন্য অনিশ্চিত হয়ে যায়। কিন্তু ব্যাথা নিয়েই উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ওপেন করতে নামেন তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমালের বাউন্সার তার সেই ভাঙা হাতে আঘাত হানলে মাঠ ছাড়তে হয় তামিমকে।
জানা গেছে, আজ বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।