গত শুক্রবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। আর এর পরেই দেশটির বিভিন্ন কারাগার থেকে প্রায় এক হাজারেরও বেশি বন্দী পালিয়েছে। দেশটির ‘ডিরেক্টরেট জেনারেল অব কারেকশনস’র বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক থাকায় তিনটি কারাগার থেকে পালাতে পেরেছে এসব বন্দী।
এখনও প্রায় ১২০০ থেকে ১৪০০ বন্দি নিখোঁজ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এদিকে, দেশটির বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভূমিকম্পের ভয়ে এসব বন্দীরা পালিয়েছে।