কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় হুকুমের আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুর ২টার পর কুমিল্লার ৫ নম্বর আমলি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত রোববার এ মামলার শুনানি হয়। সেদিন আসামিপক্ষ জামিন শুনানিতে অংশ নেয়।
রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য সময় চাইলে বিচারক আজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
এতে অগ্নিদগ্ধ হয়ে আট ব্যক্তি নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।