কক্সবাজারে টেকনাফে ছুটি নিয়ে বাড়িতে যাবার সময় ২ হাজার পিস ইয়াবাসহ বিজিবির এক সদস্যকে অাটক করেছে পুলিশ।
রোববার রাত ৮ টার দিকে হ্নীলা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে তাকে অাটক করা হয়।
পুলিশ জানায়, অাটক বিজিবি সদস্যের নাম মোহাম্মদ এনামুল হক (৩৫)। তার বাড়ি ঢাকার দক্ষিণ কাফরুল এলাকায়। তিনি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সিপাই হিসেবে কর্মরত। তার পরিচয় নাম্বার ৭৫৭২১।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ঢাকাগামী গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
তিনি অারও বলেন, যাচাই-বাছাই করে জানতে পারি অাটক ব্যাক্তি বিজিবির সদস্য। তিনি ছুটি নিয়ে বাড়ি যাবার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল অাছাদুদ-জামান চৌধুরী কে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।