খেলা ছেড়েছেন ২০১৮ সালে। অবসরে গেছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ (৪৩৩) উইকেট শিকারি বাঁহাতি স্পিনার হিসেবে। অথচ রঙ্গনা হেরাথের ক্যারিয়ারের অর্ধেকটা সময় কেটেছে মুত্তিয়া মুরালিধরন নামের এক বটবৃক্ষের ছায়ায়। তবু হেরাথ নিজের ইতিহাসটা লিখেছেন আলাদা করে। খেলা ছাড়ার পর বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক পদে কোচিং পেশার স্বাদ নিচ্ছেন হেরাথ। ক্যারিয়ারের শিক্ষা ও বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন .