গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার এলেংগা থেকে কালিয়াকৈর পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুভল্যা, মির্জাপুর এলাকায় গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা এলেংগা থেকে কালিয়াকৈর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।