খালের জায়গা দখল করে গড়ে তোলা রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সেই সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ।
এ সময় খালের জায়গা দখল করে গড়ে তোলা সাদেক এগ্রো থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল। ভ্রাম্যমাণ আদালত। তবে বেলা ১২টা ২০ মিনিটের দিকে খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
উচ্ছেদ শুরুর পর খামার থেকে সেই ১৫ লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়। এর সঙ্গে অন্য ছাগল ও দুম্বা বের করা হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।