টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে ভোগান্তি পোহাতে হলো দক্ষিণ আফ্রিকা দলকে। ত্রিনিদাদে সেমিফাইনাল খেলে ফাইনালের ভেন্যু বার্বাডোজে যাওয়ার সময় বিমানবন্দরে ৬ ঘণ্টা আটকে থাকতে হয়েছে তাদের।
অবশ্য শুধু দক্ষিণ আফ্রিকা দলই নয়, ফাইনালের ম্যাচ রেফারি, আম্পায়ার এবং প্রোটিয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও সেখানে আটকে থাকতে হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্বাডোজ বিমানবন্দরে একটি বিমানের অবতরণের সময় সমস্যা হয়। আর এজন্যই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্রিনিদাদ বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়ার পর তাদের পাইলট বার্বাডোজে সমস্যার কথা জানতে পারেন। এর ফলে ৬ ঘণ্টা ত্রিনিদাদে অপেক্ষা করতে হয় তাদের। বার্বাডোজে যে বিমানটির সমস্যা হয়েছিল সেখানে কারও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে সেমিফাইনাল খেলতে নামার আগে বিমান সমস্যায় ভোগান্তিতে পড়তে হয় আফগানিস্তানকেও। তাদের ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। যার ফলে পর্যাপ্ত ঘুম ছাড়াই সেমিফাইনালে মাঠে নামতে হয় রশিদ খানদের।
যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বিমানযাত্রা নিয়ে বেশ ভুগতে হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে। গ্রুপ পর্বে শ্রীলংকাকে ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে বিমান জটিলতায় সারা রাত বিমানবন্দরে কাটাতে হয়েছিল।
প্রসঙ্গত, শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।