সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে নদীতে ঝাঁপ দিয়ে রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক এসআইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে।
মৃত এসআই রেজাউল ইসলাম শাহ নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহের ছেলে। তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন। রেজাউল ইসলাম শাহ মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জের এরান্দহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন হওয়ার মামলার ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেফতার করতে যান এসআই রেজাউল ইসলাম শাহ। বিষয়টি টের পেয়ে আসামি সরস্বতী নদীতে ঝাঁপ দেন। এ সময় এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দেন। কিন্তু আসামি নদী পার হলেও এসআই রেজাউল ইসলাম শাহ নদীর মাঝখানে তলিয়ে যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।