আন্তর্জাতিক ডেস্ক:
পৃথিবীর মানচিত্রের সবচেয়ে নবীতম দেশ হচ্ছে দক্ষিণ সুদান। অভ্যন্তরীণ সমঝোতার কারণে দীর্ঘ রক্তপাতের পর অবশেষে শান্তি ফিরছে দেশটিতে। কিন্তু তারপরও চলতি সপ্তাহে ফেসবুকে এক পোস্টের কারণে সংঘাতে লিপ্ত হয় দেশটির প্রধান দুই নেতার সমর্থক গ্রুপ। এতে ১৫০ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
তবে পরিস্থিতি এখন শান্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট সালভা কির এবং তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কেইর মাচার হস্তক্ষেপের কারণেই শান্ত হয়ে এসেছে পরিবেশ।
দেশটির স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই সংঘাত সৃষ্টি হয়। এ সংঘাতের পিছনে একটি ফেসবুক পোস্টকে দায়ী করেছে কেনিয়ায় নিযুক্ত দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত। কেনিয়ার স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকার তিনি জানান, সুদানে বর্তমানে শান্তি বিরাজ করছিলো কিন্তু একটি ফেসবুক পোস্টের কারণে সেখানে আবার সংঘর্ষ সৃষ্টি হয়েছে।
মাচারকে প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি রাখা হয়েছে বলে ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ফেসবুকে একটি পোস্টে দেয়ার পরই এমন সংঘর্ষ বাধে বলে দাবী করেছেন ওই রাষ্ট্রদূত।