ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে ন্যায় বিচারের অভাবেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা রির্পোর্টাস ইউনিটি মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘সন্ত্রাসবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫০ জনের অধিক মানুষ মারা গেছে। যাদের বাবা ও স্বজনেরা মারা গেছে তারা তো জঙ্গি হবেই। আর এর মূল কারণ হলো দেশে ন্যায় বিচার নেই।’
গত ১৩ জুলাই প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদের মরণোত্তর বিচার দাবি করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নিহত ওসি সালাউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, মৃত সালাউদ্দিনের বিচার আগে হওয়া উচিত। জীবিত থাকাকালীন অবস্থায় এই সালাউদ্দিন অনেক নিরীহ মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে ক্রসফায়ার দিয়েছে। তাছাড়া তিনি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে হামলার দিন কেন গুলশান যাবেন? নিশ্চয়ই সেখানেও টাকার গন্ধ পেয়েছিলেন তিনি। আমরা তার বিচার পাইনি। প্রধানমন্ত্রী তার বিচার করেননি, কিন্তু খোদা তার বিচার করেছেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে গুলশান হামলা বিষয়ে জাফরুল্লার এই বক্তব্যের প্রতিবাদ করে বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাফরুল্লাহ চৌধুরীকে আইনের আওতায় আনা হবে- ডিএমপি কমিশনারের এমন বক্তেব্যর প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বলেন, ডিএমপি কমিশনারের মতো আমি উর্দি (আইনের পোশাক) পরিধান করি না। তবে আমি একজন মুক্তিযুদ্ধা, তাই জীবন দিতে ও মরতে ভয় করি না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘অন্য দেশের ওপর ভরসা করবেন না। আপনার শক্তি এদেশের মানুষ ‘আমরা’। আপনার বাবাকে (বঙ্গবন্ধু) যারা ভালোবেসে ছিল তারাই আপনার বন্ধু। তাই জাতীয় ঐক্য নিয়ে কোনো অজুহাত তৈরি করবেন না।
ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ, প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষক কর্মচারি ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্যে রাখেন।
উৎসঃ real-timenews.com