আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানির দক্ষিণাঞ্চলের বেভারিয়ার ওয়ার্জবার্গ শিল্পনগরীতে স্থানীয় সময় রাত সোয়া ৯টায় এ হামলা হয়। প্রাথমিকভাবে ২০ জনের আহত হওয়ার কথা বলা হলেও পরে চারজন আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির পুলিশ জানায়, এ হামলার কারণ এখনো জানা যায়নি।
বেভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান জানান, আক্রমণকারী ১৭ বছরের ওই কিশোর আফগান শরণার্থী। সে নিকটবর্তী শহর ওশেনফুর্টে বসবাস করত।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ওই কিশোর হামলার সময় কিছু একটা বলে চিৎকার করছিল।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই কিশোর হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।
পুলিশ জানায়, ট্রেনটি ওয়ার্জবার্গে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা করে কিশোরটি। এ সময় আক্রমণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা পুলিশ কর্মকর্তা গুলি ছুড়লে সে মারা যায়।
এর আগে মে মাসে জার্মানির মিউনিখ শহরের কাছে একটি রেলস্টেশনে আল্লাহু আকবর বলে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছিল এক ব্যক্তি। তিনজন আহত হয়েছিল ওই হামলায়। পরে ওই হামলাকারীকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ বলেছিল ইসলামি জঙ্গিদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।