আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হরিয়ানার রোহতাক শহরে গত সপ্তাহে এ ছাত্রীকে ধর্ষণ করে পাঁচ ব্যক্তি। ২১ বছর বয়সি এ ছাত্রী অভিযোগ করেছেন, এই পাঁচ ব্যক্তি সেই তারা, যারা তাকে তিন বছর আগে ধর্ষণ করেছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রী পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। বুধবার তার ওপর নির্যাতন চালায় ধর্ষকরা।
এই তরুণী অভিযোগ করেন, পাঁচ ব্যক্তি জোর করে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে তার ওপর নির্যাতন চালায়। পরে তার শ্বাসরোধ করার চেষ্টা করে তারা।
এ ঘটনায় মারাত্মক আহত হন তিনি। নির্যাতনকারীরা তাকে ঝোপের মধ্যে ছুড়ে ফেলে। পরে এক পথচারী তাকে দেখতে পান এবং উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান।
২০১৩ সালে এই তরুণী ভিওয়ানি শহরে ধর্ষিত হন। ধর্ষকরা জামিনে মুক্ত হয়ে তাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকলে তারা রোহতাকে চলে আসেন। কিন্তু মামলা চলতে থাকে।
তরুণীর পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে তাদের ওপর চাপ প্রয়োগ করে আসছিল ধর্ষকরা।
এদিকে এ ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে ফুঁসে ওঠেছে হরিয়ানা। এ তরুণী নি¤œবর্ণের হিন্দু। তার ওপর নির্যাতনের বিচার চেয়ে রাস্তায় নামে দলিত সম্প্রদায়ের লোকেরা।