আন্তর্জাতিক ডেস্ক :
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরেক হামলাকারীকে এখনো ধরা যায়নি।
কাজাখ সরকার সন্ত্রাসী হুমকি বিষয়ে সতর্কতা জারি করেছে। কিন্তু সোমবার এ হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।
তেলসমৃদ্ধ কাজাখস্তানে সম্প্রতি বিচ্ছিন্ন বিক্ষোভ দেখা যাচ্ছে। প্রস্তাবিত ভূমি সংস্কার আইন নিয়ে ক্ষুব্ধ জনগণ এ বিক্ষোভ করছে।
কাজাখ পুলিশ জানিয়েছে, আলমাতির প্রাণকেন্দ্রে একটি পুলিশ স্টেশনে ঢুকে গুলি চালায় দুই বন্দুকধারী। পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এ সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।
হামলার পর পালিয়ে যাওয়ার সময় একজন হামলাকারী এক ব্যক্তিকে গুলি করে তার গাড়ি ছিনিয়ে নেয়। ওই ব্যক্তি নিহত হয়েছেন।
কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরো দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যে হামলাকারীকের ধরা হয়েছে, তার পরিচয় শনাক্ত করা গেছে। এ হামলাকারী এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়। পুলিশ তাকে খুঁজছিল।
এক মাস আগে কাজাখস্তানের একতোবে অস্ত্র ভান্ডার ও সামরিক ঘাঁটিতে হামলা চালায় একদল অস্ত্রধারী। ওই হামলায় নিহত হন সাতজন। হামলার পর পুলিশের অভিযানে কমপক্ষে ১৮ হামলাকারী নিহত হয়।
কাজাখ কর্তৃপক্ষের দাবি, এ হামলা ইসলামি উগ্রবাদীদের কাজ।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতাপ্রাপ্ত মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ধনী রাষ্ট্র কাজাখস্তান শাসন করছেন কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েব। ১৯৮৯ সাল থেকে দেশটি শাসন করছেন নজরবায়েব।