কান্দিল বালুচ নিহত হবার খবর শুনে মুফতি কাভি মন্তব্য করেন, পাকিস্তানে ধর্মীয় নেতাদের নিয়ে মজা করবেন এমন সবার জন্যই এ ঘটনাটি একটি শিক্ষা হবে। তবে, তিনি কান্দিলকে ‘মাফ’করে দিয়েছেন বলেও জানিয়েছিলেন।
এখন মিস বালুচের হত্যায় নিজের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন মুফতি আব্দুল কাভি। কাভি বলেছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হাজির হবেন।
পরিবারের সম্মান নষ্ট করেছেন এ অভিযোগে কান্দিল বালুচকে তার ভাই গত সপ্তাহে হত্যা করে। বালুচ খুন হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ভাই ওয়াসীম। রোববার (১৭ জুলাই) পাঞ্জাবের দেরা গাজি খান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াসীম বলেন, ‘গত শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাসার সবাই ঘুমিয়ে পড়ে। তারপরই কান্দিলকে খুন করেছি।