বিদেশি হত্যায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী
২৪ ঘন্টা খবর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অবস্থা এতো শোচনীয় নয়, যে বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে। দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্কেও তো হাজার হাজার লোক সন্ত্রাসী কর্মকাণ্ডে মারা যাচ্ছে। অনেক বাঙালিও তো সেখানে মারা যাচ্ছে, তার হিসাব কে করে? মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সব শর্ত পূরণ করা হয়েছে। আইএমএফ তিন বছর মেয়াদি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি পর্যালোচনা করে অর্থ ছাড়ের জন্য যে সব সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছিল তার সবই পূরণ করা হয়েছে। তিনি জানান, গত বুধবার ওয়াশিংটনে আইএমএফ এর নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা বাংলাদেশের কিছু ক্ষেত্রে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে।