ক্রীড়া ডেস্ক :
শতবর্ষী কোপার ফাইনালে হার। হতাশায় মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়। এরপর মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে কম কথা হয়নি। হচ্ছে, হবেও হয়তো। কেউ বলছেন ফিরে আসবে মেসি, কেউ বা না। রোনালদিনহো যেমন বলেছেন, মেসির ফিরে না আসা ফুটবলের জন্য ক্ষতিকার, তার জন্য নয়। তবে মেসি না থাকলে বিশ্বকাপই খেলা কষ্ট হয়ে যাবে আর্জেন্টিনার, এমন মন্তব্য করে বেশ শোরগোল ফেলে দিয়েছেন সিজার লুই মেনোত্তি।
লুই মেনোত্তিকে আর্জেন্টিনাকের ফুটবল গুরু মানা হয়। ছিলেন সাবেক আর্জেন্টিনার কোচ। তার সবচেয়ে বড় পরিচয়, ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপের স্বাদ পাইয়ে দিয়েছিলেন তিনিই। ফলে তার ভবিষ্যত বাণী আমলেই নিচ্ছে অনেকে।
সিজার লুই মেনোত্তি
মেনোত্তি আশংকা করছে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে বন্ধুর পথ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে, যদি মেসি ফিরে না আসে। তিনি বলেছেন, ‘লাতিন আমেরিকা থেকে মাত্র পাঁচটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মেসি-বিহীন আর্জেন্টিনা আছে চূড়ান্ত পর্বে না যাওয়ার ঝুঁকিতে।’
আর তাই আগাম পরামর্শও দিচ্ছেন মেনোত্তি। তার মতে, রাশিয়া বিশ্বকাপের কথা মাথায় না রেখে ২০২২ কাতার বিশ্বকাপের প্রস্তুতি নেয়া দরকার আর্জেন্টিনার। ‘আমাদের মনে হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দেওয়া উচিত’বলেছেন মেনোত্তি।
মেসিকে ফেরানোর আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে দিয়েগো ম্যারাডোনাসহ সাবেক সব ফুটবলার। এবার এই দলে যোগ হলেন মেনোত্তিও। তিনি আশা করছেন, দেশের স্বার্থে অবসরের বিষয়টি ভেবে দেখবে মেসি।