নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: সৌদি আরবের দাম্মাম শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
নিহত আবদুল মোতালেব (৩৬)সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের আরাফাত আলীর ছেলে।
পূর্ব শত্রুতার জের ধরে রবিবার তাকে দাম্মামের নিজের থাকার ঘরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মোতালেবের বন্ধুরা সোমবার রাতে খবরটি নিহতের পরিবারের সদস্যদের জানান।
তার শ্বশুর নাজিম উদ্দিন জানান, সংসারের একমাত্র কর্মক্ষম আবদুল মোতালেবের মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তারর করেছে স্থানীয় পুলিশ। তবে, তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।