আন্তর্জাতিক ডেস্ক:
উত্তরপ্রদেশ: ভারতের এক ইমামকে হুমকি দেওয়া হয়েছে তিনি যদি দাড়ি না কামিয়ে ফেলেন, তাহলে আত্মহত্যা করবেন হুমকি দাতা।
উত্তরপ্রদেশের মিরাঠের ওই ইমাম আরশাদ বদরুদ্দিনকে এই হুমকি অন্য কেউ নয়, দিয়েছেন তার ১৫ বছর যাবত বিবাহিত স্ত্রী সাহানা!
‘সালমান খান, শাহরুখ খানরা যদি মুসলমান হয়েও দাড়ি গোঁফ না রাখতে পারেন, তাহলে তুমি কেন দাড়ি কাটবে না?’ প্রশ্ন হুমকি দাতার।
মিরাঠের জেলাশাসক পঙ্কজ যাদব ওই অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে ওই ইমাম লিখছেন, আগেও কয়েকবার তার স্ত্রী আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। স্মার্টফোনের ব্যবহার কমানো নিয়ে বকাবকি করাতে সাহানা বাচ্চাদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছিল।
অভিযোগে তিনি আরো লিখেছেন, আরেকবার পশ্চিমা পোশাক কিনে দিতে রাজী হননি বলে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিতে গিয়েছিল।
জেলা প্রশাসনকে বদরুদ্দিন অনুরোধ করেছেন তার স্ত্রীকে যেন বোঝানোর চেষ্টা করা হয়।
২০০১ সালে বিয়ে হয় আরশাদ আর সাহানার। তাদের চার সন্তান রয়েছে।
সূত্র: বিবিসি