‘অসৎ ব্যবসায়ীদের টাইগারের মতো হানা দেওয়া হবে’
২৪ ঘন্টা খবর : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নাজিবুর রহমান বলেছেন, ‘সৎ ব্যবসায়ীদের এনবিআর ফুলের বাগানের মতো সেবা দিয়ে যাবে, আর অসৎ ব্যবসায়ীদের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মতো হানা দেওয়া হবে।’ জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ এবং খুলনা কাস্টমস হাউসের আয়োজনে খুলনার খালিশপুর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে ‘রাজস্ব সংলাপ-২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খুলনার কর কমিশনার সুনিল সাহার সভাপতিত্বে রাজস্ব সংলাপে বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল নভেস্টিগেশন সেলের মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. মোস্তাফা কামাল, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কোস্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ প্রমুখ। পরে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, আয়কর আইনজীবী ও পেশাজীবীদের পক্ষ থেকে আয়কর, মূসক প্রদানে জটিলতা এবং কাস্টমস হয়রানি নিয়ে এনবিআরের চেয়ারম্যানের কাছে সরাসরি প্রশ্ন করা হয়। খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে করা এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে খুলনা প্রিন্ট্রিং এ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রির শুল্ক মুক্ত গুদাম সিলগালা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রাজস্ব আদায়ের স্বার্থ অক্ষুণ্ন রেখে সাধারণ শ্রমিকের কর্মসংস্থানের যাতে কোনো ব্যাঘাত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘রাষ্ট্রের উন্নয়নের জন্যই রাজস্বের প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে।’ তিনি বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে রাজস্ব বিভাগ কাজ করছে। সব অপতৎপরতা অতিক্রম করে গত অর্থবছরে লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৩৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে। চলতি অর্থবছরে ১৭৬ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্র অর্জনে রাজস্ব বিভাগের প্রতিটি কর্মীকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রকে শক্তিশালী করতে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করতে হবে। রাজস্ব বিভাগ পুরো রাষ্ট্রের জন্য কর আদায় করে। এ জন্য এ বিভাগকে সহযোগিতা করতে হবে।’