নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহ: কেন্দ্র দখল, জাল ভোট ও অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপ-নির্বাচনে তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান জামাল, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা আবু তাহের খান।
স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ৮৭টি ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে ফ্রি স্টাইলে জাল ভোটের মহোৎসব চালিয়েছে।
তিনি আরো বলেন, জাল ভোট দেওয়ার সময় নৌকার সমর্থক আবু সাইদ ও নজরুলকে আমার লোকজন হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
ইসলামী ঐক্যজোট প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান বলেন, এ নির্বাচন জাতির সঙ্গে তামাশা। একইভাবে কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুলও।