বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাব ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার সাথে জড়িত এমন চারজন সন্দেহভাজনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
ঐ বেকারির আশপাশে যেসব ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা রয়েছে, তার থেকে মঙ্গলবার র্যাব তার ফেসবুক পাতায় এই ভিডিও ফুটেজ প্রকাশ করে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হলি আর্টিজান বেকারির আশেপাশের সড়ক এবং ফুটপাথগুলিতে কয়েক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।
এদের মধ্যে একজন নারীকেও দেখা যাচ্ছে যিনি একটি ব্যাগ বহন করছিলেন।
একটি গাড়িকেও র্যাব তার সন্দেহের তালিকায় রেখেছে।
* ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
এই ভিডিও ফুটেজে সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় জানা থাকলে র্যাবের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
কিন্তু র্যাবের ফেসবুক পাতায় এই ভিডিওতে সন্দেহভাজনদের ছবি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
ফলে এদের সম্পর্কে ঠিক কতটুকু জানা যাবে সে সম্পর্কে ফেসবুক ইউজাররা ইতোমধ্যেই সন্দেহ প্রকাশ করছেন।
উৎসঃ বিবিসি