আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কন্যাকুমারীর সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে বিশাল ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন এক দম্পতি। তামিলনাড়ুর ওই দম্পতির দেহ পরে পুলিশ উদ্ধার করেছে। তাদের ছোট দুটি সন্তান রয়েছে। বেড়াতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তামিলনাড়ুর তিরুপুরের ৪২ বছরের উমর শেরিফ ও তার স্ত্রী ফতিমা বিভির (৪০)। ফতিমা ছিলেন একজন শিক্ষিকা ও তার স্বামী নিজের দোকান চালাতেন। শুক্রবার দুই সন্তান গার্বিশা(১২) ও আয়েশা(১০)-কে নিয়ে শেরিফের বন্ধু জাফর সাদিকের সঙ্গে তারা কন্যাকুমারীতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার বিকেলে তারা যান সাঙ্গুথুরাই সমুদ্র সৈকতে। বিচে দাঁড়িয়ে নিজের সেল ফোনে স্ত্রীকে নিয়ে সেলফি তুলছিলেন শেরিফ। হঠাত্ই এক বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে তাঁদের উপর। জলের তোড়ে ভেসে যান ফতিমা। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান শেরিফও। সেই সময় বিচে উপস্থিত অন্যান্যরা ও সাদিক মিলে অনেক কষ্টে দুজনের দেহ টেনে তুলে আনেন। তবে ততক্ষণে ফতিমার মৃত্যু হয়েছে। শেরিফ তখনও বেঁচে থাকলেও, হাসপাতালে নিয়ে যেতে যেতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।