আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা বোটে আগুন ধরে যাওয়ায় আজ দুটি নৌকা সাগরে ডুবে গেছে।
আজ (মঙ্গলবার) ভোরে মুম্বাই নৌবন্দরে থাকা নৌকা দুটিতে পর পর আগুন ধরে গেলে দুটি নৌকাই সাগরে ডুবে যায়। বন্দর এলাকায় টহলদারিতে নিযুক্ত ছিল ওই নৌকা দুটি।
নৌবাহিনী সূত্রে প্রকাশ, এ ঘটনায় কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি এবং বন্দরে থাকা নৌবাহিনীর অন্য কোনো সম্পত্তির কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে একটি বোর্ড গঠন করা হয়েছে।
প্রাথমিক তদন্তে প্রকাশ, এদিন একটি নৌকায় আচমকা ধরে গেলে সেখানকার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। যদিও আগুনের তীব্রতা বেশি থাকায় তা পার্শ্ববর্তী অন্য নৌকাতেও ছড়িয়ে পড়ে। এরপরেই দুটি নৌকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার মধ্যে পানি ঢুকে গেলে তা সাগরে ডুবে যায়। পানির মধ্যে তলিয়ে যাওয়া ওই নৌকা দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।