আন্তর্জাতিক ডেস্ক:
চীন সংলগ্ন লাদাখ সীমান্তে সেনা অবস্থান শক্তিশালী করছে ভারত। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এলাকার টিলাগুলোতে মজবুত বাঙ্কার খোঁড়া হয়েছে। সাগর পৃষ্ট থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় ট্যাংক মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নতুন তৈরি করা সড়কে বাড়তি সেনা পাঠানো হয়েছে। নয়াদিল্লি দাবি করছে, চীনের সামরিক সক্ষমতার মোকাবেলায় ভারতীয় বাহিনীকে জোরদারের এ সব পদক্ষেপ নেয়া চলছে। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারতীয় বাহিনীর শোচনীয় অভিজ্ঞতা যেন আবারও না ঘটে তাই নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি।
ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি হাতে গোণা কয়েকজন সাংবাদিককে চীনের সঙ্গে পূর্বাঞ্চলীয় সীমান্ত ঘুরে দেখার অনুমতি দিয়েছে। তাদের দেয়া প্রতিবেদনে ভিত্তিতে বলা হচ্ছে, ভারত গত পাঁচ বছর ধরে পূর্ব লাদাখ সীমান্তে নিজ বাহিনীকে জোরদার করার তৎপরতায় নিয়োজিত রয়েছে।
লাদাখের কোনো কোনো এলাকায় ট্যাংক এবং মেকানাইজড গোলন্দাজ ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, সাগর পৃষ্ট থেকে ১৬ হাজার ফুট উচ্চতায় সামরিক বিমান অবতরণের জন্য দৌলত বেগ ওলডি বা বিডিও’এর অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড বা এএলজি’র সক্ষমতা দ্রুত বাড়ানো হয়েছে।
চীনা বিমান শক্তির মোকাবেলা জন্য সীমান্ত জুড়ে এ জাতীয় বিমান অবতরণ ক্ষেত্রকে কার্যকর করে তোলা হচ্ছে। লেহ সীমান্তের কাছে এ জাতীয় অবতরণ ক্ষেত্রে ভারতীয় যুদ্ধবিমান অবতরণ এবং উড্ডয়নের অনুশীলন নিয়মিত চলছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।