সালমানের কাছে ঐশ্বরিয়া এখন ম্যাডাম!
বিনোদন ডেস্ক : বলিউডে একসময় সালমান খানের লেডিলাভ ছিলেন ঐশ্বরিয়া রাই। সে সময় সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেম বেশ চর্চিত ছিল। কিন্তু পরবর্তী সময়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়। এর মধ্যে অভিষেক বচ্চনকে বিয়ে করে আরাধ্যর মা হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ে-সংসার-সন্তানের জন্য পাঁচ বছর বলিউড থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবারও তিনি বলিউডে ফিরেছেন জাজবা সিনেমাটির মাধ্যমে। অন্যদিকে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে ভাঙার পর থেকে সালমান খান বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ালেও এখনো বিয়ে করেননি। তবে বলিউডে এখনো সালমান-ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা থামেনি। সুযোগ পেলেই সাংবাদিকরা সালমানকে প্রশ্ন করেন ঐশ্বরিয়া প্রসঙ্গে। আর জানেন কী ঐশ্বরিয়াকে এখন কী বলে ডাকেন সালমান? একসময়ের প্রেমিকা ঐশ্বরিয়া এখন সালমানের কাছে ‘ঐশ্বরিয়া ম্যাম (ম্যাডাম) বচ্চন’! আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সুরজ বার্জাতিয়া পরিচালিত আপকামিং সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারে সম্প্রতি গুজরাট এবং আহমেদাবাদে গিয়েছিলেন সালমান খান-সোনম কাপুর জুটি। রাজকোটের গন্ডাল প্যালেসে এই সিনেমার শুটিং করেছেন তারা। সেখানে সালমানের কাছে জানতে চাওয়া হয়, হাম দিল দে চুকে সানম-এর শুটিংয়েও ওই প্রাসাদে গিয়েছিলেন তিনি। সে সময়ে ঐশ্বরিয়ার সঙ্গে কাটানো কোনো স্মৃতি কী শেয়ার করবেন? সালমান হেসে উত্তর দেন, ‘ঐশ্বরিয়া ম্যাম বচ্চনের সঙ্গে অজয় দেবগন সাহেব শুটিং করেছিলেন। আমি তো সেখানে ছিলাম না।’ ঐশ্বরিয়াকে সালমানের ‘ম্যাম’ সম্বোধন শুনে উপস্থিত সবাই হেসে ফেলেন। তবে ঐশ্বরিয়া-সালমানের সম্পর্ক নিয়ে জল্পনা এত দিন পরেও বলিউডি গসিপের তালিকায় প্রথম দিকেই রয়েছে।