Monday , 23 December 2024
নিউজ টপ লাইন
ইংল্যান্ডে মুস্তাফিজের ম্যাচের সময়সূচি

ইংল্যান্ডে মুস্তাফিজের ম্যাচের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক :

ভিসা জটিলতা কেটে গেছে। আজ মঙ্গলবার ব্রিটিশ অ্যাম্বাসি থেকে ভিসা পেয়েছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান। কাল সকাল ১০টা ১০ মিনিটে ইংল্যান্ডের বিমানে চড়ে বসবেন তিনি।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সাসেক্সের হয়ে ২১ থেকে ২ আগস্টের মধ্যে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মোট সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তার প্রথমটি অনুষ্ঠিত হবে ২১ জুলাই বৃহস্পতিবার। এরপর ২২, ২৪, ২৭, ২৮, ৩০ জুলাই ও ২ আগস্ট ম্যাট রয়েছে।

অবশ্য সাসেক্স যদি নকআউট পর্বের টিকিট পায় তাহলে মুস্তাফিজের ম্যাচের সংখ্যা বাড়বে।

মুস্তাফিজের দল সাসেক্স রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। আর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে রয়েছে সপ্তম স্থানে। মুস্তাফিজের আগমণে তাদের অবস্থার পরিবর্তন হয় কিনা দেখার বিষয়।

তার আগে চলুন দেখে নেওয়া যাক মুস্তাফিজের সাসেক্সে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি।

টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি :

তারিখ                         বাংলাদেশ সময়                     প্রতিপক্ষ

২১ জুলাই                          রাত ১২টা                                  এসেক্স

২২ জুলাই                          রাত ১১.৩০টা                             সারে

২৮ জুলাই                          রাত ১১.৩০টা                             গ্লামরগান

ওয়ানডে ম্যাচের সময়সূচি :

তারিখ                          বাংলাদেশ সময়                     প্রতিপক্ষ

২৪ জুলাই                            বিকেল ৪টা                               গ্লাস্টারশায়ার

২৭ জুলাই                            সন্ধ্যা ৭টা                                 হ্যাম্পশায়ার

৩০ জুলাই                            বিকেল ৪টা                               সামারসেট

২ আগস্ট                              সন্ধ্যা ৬.৩০টা                            কেন্ট।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

সর্বশেষ নিউজ

ফেসবুক পেইজ The Daily Neighbour

ডেইলি নেইবার আর্কাইভ

July 2016
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Scroll To Top