ক্রীড়া প্রতিবেদক :
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সাসেক্সের হয়ে ২১ থেকে ২ আগস্টের মধ্যে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মোট সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তার প্রথমটি অনুষ্ঠিত হবে ২১ জুলাই বৃহস্পতিবার। এরপর ২২, ২৪, ২৭, ২৮, ৩০ জুলাই ও ২ আগস্ট ম্যাট রয়েছে।
অবশ্য সাসেক্স যদি নকআউট পর্বের টিকিট পায় তাহলে মুস্তাফিজের ম্যাচের সংখ্যা বাড়বে।
মুস্তাফিজের দল সাসেক্স রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। আর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে রয়েছে সপ্তম স্থানে। মুস্তাফিজের আগমণে তাদের অবস্থার পরিবর্তন হয় কিনা দেখার বিষয়।
তার আগে চলুন দেখে নেওয়া যাক মুস্তাফিজের সাসেক্সে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি।
টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি :
তারিখ বাংলাদেশ সময় প্রতিপক্ষ
২১ জুলাই রাত ১২টা এসেক্স
২২ জুলাই রাত ১১.৩০টা সারে
২৮ জুলাই রাত ১১.৩০টা গ্লামরগান
ওয়ানডে ম্যাচের সময়সূচি :
তারিখ বাংলাদেশ সময় প্রতিপক্ষ
২৪ জুলাই বিকেল ৪টা গ্লাস্টারশায়ার
২৭ জুলাই সন্ধ্যা ৭টা হ্যাম্পশায়ার
৩০ জুলাই বিকেল ৪টা সামারসেট
২ আগস্ট সন্ধ্যা ৬.৩০টা কেন্ট।