ক্রীড়া ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে এই তিন ক্রিকেটারকে ডেকে পাঠানো হয়েছে। দেশের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই এই প্রোটিয়ারা সিপিএলে খেলার মাঝ পথে দেশে ফিরছেন।
চলতি টুর্নামেন্টে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলছিলেন দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকান এই গতিদানব জ্যামাইকার হয়ে ১৮.৬২ গড়ে, ৬.৮২ ইকোনমি রেটে আট উইকেট তুলে নেন।
প্রোটিয়া অপর দুই তারকা ভিলিয়ার্স ও পার্নেল খেলেছেন বারবাডোসের হয়ে। ৫৮.৫০ গড়ে আর ১৫০.৯৬ স্ট্রাইক রেটে ভিলিয়ার্স দলটির হয়ে সর্বোচ্চ ২৩৪ রান করেন। পার্নেল দলটির হয়ে তুলে নেন সাতটি উইকেট।
ভিলিয়ার্স আর পার্নেলের বদলি হিসেবে বারবাডোস ট্রাইডেন্টস ইতোমধ্যেই দলে নিয়েছে আহমেদ শেহজাদ এবং দ. আফ্রিকার ডানহাতি পেসার মারচেন্ট ডি লাঙ্গেকে। ২০১৩ সালে জ্যামাইকার হয়ে খেলেছিলেন শেহজাদ। এরপর আর সিপিএলের আসরে খেলা হয়নি তার। ক্লাবটি থেকে জানানো হয় ২০ জুলাইয়ের ম্যাচেই ব্যাট হাতে মাঠে দেখা যেতে পারে শেহজাদকে।