বিনোদন ডেস্ক :
বলিউড সিনেমার ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ আয়ের সিনেমা। এ তালিকায় সিনেমাটির আগে রয়েছে- পিকে (৭৯২ কোটি রুপি), বাজরাঙ্গি ভাইজান (৬২৬ কোটি রুপি), বাহুবলি (৬০০ কোটি রুপি), ধুম-থ্রি (৫৪২ কোটি রুপি)।
বক্স অফিসে বিশ্লেষকরা মনে করছেন ধুম-থ্রি, বাজরাঙ্গি ভাইজান এবং বাহুবলি সিনেমাকে পেছনে ফেলতে পারেসুলতান। কিন্তু পিকে সিনেমার রেকর্ড ভাঙাটা সম্ভব বলে মনে করছেন না তারা।
এ পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় ২৬৭.৩১ কোটি রুপি। এর মধ্যে গত সোমবার সিনেমাটি আয় করেছে ৪.০৮ কোটি রুপি। এদিকে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত সিনেমা কাবালি এবং ইরফান খান অভিনীতি সিনেমা মাদারি। যার প্রভাব সুলতান’র বক্স অফিসে পড়বে বলে মনে করা হচ্ছে।
গত ৬ জুলাই মুক্তি পেয়েছে সালমান-আনুশকা অভিনীত সুলতান। এতে আরো অভিনয় করেছেন রণদ্বীপ হুদা এবং অমিত সাধ। সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।