নিজস্ব প্রতিবেদক:
মেডিকেল শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে সংগঠনের এক কর্মীসভায় তিনি এ আহ্বান জানান।
এসময় সাইফুর রহমান সোহাগ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার জীবনাদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। ছাত্রলীগের কার্যক্রম গতিশীল রাখতে হবে, যেন কোনো ভ্রান্ত কাউন্টার আইডিওলজির খপ্পরে পড়ে কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে জড়াতে না পারে।
সাম্প্রতিক ঢাকা মেডিকেলসহ বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্রলীগের কার্যক্রম অন্য যেকোনো সময়ের চেয়ে বেশ প্রসারিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার এ মেডিকেল কলেজে কমিটি ঘোষণার আগে কর্মীসভা অনুষ্ঠিত হলো।
ঢামেক ছাত্রলীগের সভাপতি হুমায়ুন ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।
প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণার কাজ আজকে ছাত্রলীগকে নিতে হবে। মেডিকেল শিক্ষার্থীদের সে সুযোগ অন্যদের চেয়ে অনেক বেশি। চিকিৎসা সেবার কল্যাণে জনগণের সঙ্গে যে সময়টুকু দেবেন সম্ভব হলে তখন জঙ্গিবাদবিরোধী মোটিভেশনও করতে পারেন।
ছাত্রলীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন বলেন, মেডিকেলের শিক্ষার্থীরা আজ মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ। দেশবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে আজ মেডিকেল শিক্ষার্থীরা সোচ্চার।
কর্মীসভায় ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
শুরুতে ২০০৯ সালের ৩০ মার্চ মধ্যরাতে প্রতিপক্ষের হাতে নির্মমভাবে শহীদ হওয়া ঢামেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আসাদ রাজীবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। কর্মীসভার শুরুতেও নিহত রাজীবের সম্মানে নীরবতা পালন করা হয়।