আন্তর্জাতিক ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান সহিংসতার বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি’তে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কাশ্মিরে নিরীহ মানুষ হত্যার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন পাঠাতে জাতিসংঘ মানবাধিকার সংস্থার কাছে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান। কাশ্মির পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সমাজকে নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাশ্মিরের মানুষের প্রতি সমর্থন জানানো উচিত।
এ ছাড়া, কাশ্মিরের ঘটনাবলীকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বলে নয়াদিল্লি যে বক্তব্য দিয়েছে নাও নাকচ করে দেন সারতাজ আজিজ। তিনি তার ভাষায় বলেন, কাশ্মিরের ঘটনাবলী শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বরং কাশ্মির সংকটকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, কাশ্মিরে তার ভাষায় অবৈধ দখলদারিত্ব বজায় রাখার লক্ষ্যে সেখানে রাষ্ট্র পরিচালিত সন্ত্রাস চালাচ্ছে ভারত। অবশ্য তিনি জোর দিয়ে দাবি করেন, কাশ্মিরে দখলদারিত্বকে আইনসংগত করতে পারবে না ভারত।