আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যেসব লোক সিরিয়ায় সরকার পরিবর্তন চায় তারা হয় কুচক্রী অথবা সংকীর্ণ মানসিকতার অধিকারী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা অর্থোডক্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, সাদ্দামের পতন পরবর্তী ইরাক কিংবা মুয়াম্মার গাদ্দাফির নৃশংস হত্যাকাণ্ড পরবর্তী লিবিয়ার পরিস্থিতি দেখার পরও দুঃখজনকভাবে সিরিয়ার প্রেসিডেন্টকে সরিয়ে দেয়ার দাবি তোলা হচ্ছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব কুচক্রী মহল অন্য দেশ ও অঞ্চল ধ্বংস করে আনন্দ পায় তাদের পক্ষ থেকে এ দাবি তোলা হচ্ছে। ল্যাভরভ জানান, ২০০৩ সালে সাদ্দাম সরকারকে হটিয়ে ইরাক দখল করার পর মার্কিন বাহিনী যেসব ইরাকি জেনারেলকে বরখাস্ত করেছে তারাই এখন উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ পরিচালনা করছে।
ল্যাভরভ বলেন, আমেরিকা ইরাক দখল করে যুদ্ধবিদ্যায় পারদর্শী দেশটির হাজার হাজার জেনারেল ও সৈন্যকে বহিস্কার করেছে। বহিস্কৃত এসব সেনার জীবন পরিচালনার কথা মোটেও ভাবেনি ওয়াশিংটন। এর ফলে এসব সেনা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কমান্ডারের দায়িত্ব গ্রহণ করে। এ বিষয়টি আজ আমেরিকার কাছেও স্পষ্ট বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পাশাপাশি মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়। তবে রাশিয়া, ইরান ও ইরাকের মতো দেশগুলো বলছে, প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যৎ প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবলমাত্র দেশটির জনগণের রয়েছে। বাইরে থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না।